Fact Check
কৃষক মিছিলের পুরোনো ভিডিও বর্তমান কৃষি বিল বিতর্কের আবহে ফের ভাইরাল
সংসদে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল পাস্ ও এর বিরোধিতা করে প্রায় সারা দেশের অন্যান্য রাজনৈতিকদলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়েছে। তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন বিরোধিতা জানতে গিয়ে সংসদের রুল বুক ছিঁড়ে ফেলেন। এই নতুন বিল কৃষকদের জন্য লাভ দায়ক না ক্ষতিকারক তা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, সেই সুযোগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কৃষক বিক্ষোভের ভিডিও। ফেসবুক জুড়ে সম্প্রতি একই ভিডিও ভাইরাল হয়েছে যার ক্যাপশনে লেখা আছে –
কেন্দ্র সরকার কৃষক মারা কৃষি বিল প্রত্যাহার না করলে এইরকম মিছিল আবার হবে মোদী শাহ তৈরি থাকুন নাসিক থেকে মুম্বাই লং মার্চ
Fact check / Verification
নাসিক থেকে মুম্বাইয়ের দিকে কৃষকদের লং মার্চের নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা এখনকার নয়, ২০১৯ সালের। ভিডিওটিকে আমরা কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা শুরু করার পর Ramesh Kumar এর টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি পাই যেখানে এই ভিডিওটির আপলোড তারিখ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের।
এই পোস্টের সূত্র ধরে গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজ করলে Scroll.in, The New Indian express, The Week এর প্রকাশিত খবর পাই।

২০১৮ সালে মহারাষ্ট্রের কেবিনেট মন্ত্রী গিরিশ মহারাজন ও জয়প্রকাশ রেনেয়াল কৃষক আন্দলোনের নেতার সাথে সাক্ষাৎ করে তাদের দাবি জানতে চান। সর্বভারতীয় কৃষক শোভা / AIKS এর তরফ থেকে এই লং মার্চের ডাক দেওয়া হয় কারণ তৎকালীন দেবেন্দ্র ফড়নবীশ সরকারের কাছে মহারাষ্ট্রের কৃষক তাদের দাবি-দাওয়া পেশ করে যেখানে বলা হয়েছিল, খরার হাতে থেকে কৃষক ও তাদের পেশাকে সুরক্ষা প্রদান করা, চাষের জন্য প্রযাপ্ত জলের ব্যবস্থা করা, জবির উপর নিজের অধিকার স্থাপন, এবং শস্যের ন্যায্য মূল্য নির্ধারণ ইত্যাদি। কিন্তু ফড়নবীশের সরকার এই দাবির একটিও পূরণে ব্যর্থ ছিল, তাই ২০১৮ সালের মতো ২০১৯ সালেও নাসিকের থেকে রাজ্যের রাজধানী মুম্বাই পর্যন্ত ১৮০কিমি প্রতিবাদ মিছিল চলে।
AIKS ও CPI (M ) এর অফিসিয়াল টুইটার পেজ থেকেও এই মিছিলের ভিডিও আমরা পাই।
Conclusion
মহারাষ্ট্রের কৃষকদের নাসিক মুম্বাই এর লং মার্চের ভিডিওটি ২০১৯ সালের যা বর্তমানে কৃষি-বিলের আবহে ভাইরাল হয়েছে। ফসলের ন্যায্য দাম, খরার হাত থেকে কৃষিকে সুরক্ষা প্রদান ও আরো কিছু দাবি নিয়ে এই মিছিল আয়োজিত হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের উদ্দেশ্যে। এই ভিডিওটি কৃষি ক্ষেত্রে সরকারের আনা নতুন বিলের বিরুদ্ধে কৃষকদের লং মার্চের নামে ফেসবুকে ভাইরাল হয়েছে।
Result – misleading
Our sources
The New Indian Express – https://www.newindianexpress.com/nation/2019/feb/21/second-kisan-long-march-farmers-begin-their-nashik-to-mumbai-journey-1941814.html
The Week – https://www.theweek.in/news/india/2019/02/20/farmers-nashik-mumbai-long-march.html
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।