Fact Check
২০১৫ সালের শ্রীকৃষ্ণ ও ওনার গোপীদের বিকৃত ছবি পুনরায় ছড়ালো টুইটার ফেসবুকে
টুইটার ও ফেসবুকে ইদানিং হাতে আঁকা শ্রীকৃষ্ণের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে তার গোপীদের সাথে দেখা যাচ্ছে। কিন্তু এই ছবি নিয়ে সমস্যা তৈরী হয়েছে কারণ চিত্রটিতে গোপীদের বিকিনি পড়ে দেখা যাচ্ছে। অসমের শিল্পী আকরাম হুসেন এই ছবিটি একেছে বলে দাবি করা হয়েছে। ইসকনের টুইটার প্রোফাইল থেকেও অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে টুইট করে এই নক্কার জনক ছবি ও এর শিল্পীর বিরুদ্ধে করা পদক্ষেপের ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।

ভেরিফ্যায়েড কিছু টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া এই ছবির পোস্ট-



ফেসবুকে শেয়ার হওয়া কিছু পোস্ট
Fact check / Verification
ভাইরাল শ্রীকৃষ্ণের এই ছবিটি নিয়ে আমরা গুগল সার্চ করার পর জানতে পারি ছবিটি ২০১৫ সালের এবং ঐ বছরেই এই বিষয়টির উপর পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছিল।
Indian Express, Firstpost এবং Daily Bhaskar এর তরফ থেকে রিপোর্ট পাই যেখানে এই ঘটনার উপর অসম সরকার ও পুলিশ প্রশাসনের তৎক্ষনাৎ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ২০১৫ সালের এই ঘটনাকে নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে এফআইআর ও করা হয়েছিল। তৎকালীন পুলিশ ডিসিপি অমিতাভ সিনহা বলেছিলেন যে এই বিষয়টি জানাজানি হওয়ার পর শিল্পী নিজে থেকেই এই ছবিটি সরিয়ে ফেলে এবং ক্ষমা চায়। ঐ সালে এই ছবিটি অসমের রাজ্য আর্ট গ্যালারিতে প্রদর্শনের জন্য সম্মতিও পেয়েছিলো। প্রকাশ্যে আসার পর অসম স্টেট আর্ট গ্যালারির বিরুদ্ধেও প্রশাসনিক কার্যকলাপ চলে কারণ এই ধরণের নক্কার জনক ছবি কি করে অনুমতি পায় প্রদর্শনের জন্য।


আমরা টুইটার থেকে গৌহাটি পুলিশের টুইট পাই যেখানে বলে হয়েছে ২০১৫ সালেই আকরাম হুসেনের এই ছবিটির জন্য মে মাসের ৩০ তারিখে তাকে গ্রেপ্তার করা হয় এবং ছবিটির প্রদর্শনীও বন্ধ করে দেওয়া হয়।
Conclusion
ইসকন, এবং আরো যে ভেরিফ্যায়েড টুইটার হ্যান্ডেল থেকে শ্রীকৃষ্ণ ও ওনার গোপীদের যে বিকৃত ছবিটি শেয়ার হয়েছে তা বর্তমানের নয়। বিকৃত এই ছবিটি আসলে ২০১৫ সালের ছবি এবং ওই বছরেই এই ছবিটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।
Result: Misleading
Our sources
The Indian Express news: https://indianexpress.com/article/india/india-others/fir-against-assam-artist-for-offensive-painting-of-krishna/
Firstpost news : https://www.firstpost.com/india/paintings-of-gopis-in-bikinis-to-banners-protesting-diktats-bechara-freedom-of-expression-in-india-2198930.html
Dainik Bhaskar news : https://daily.bhaskar.com/news/NAT-TOP-akram-hussain-paints-lord-krishna-with-bikini-clad-gopis-in-bar-4961306-PHO.html
Guwahati Police official tweet : https://twitter.com/GuwahatiPol/status/1295284401211707398
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।