Fact Check
Fact Check: ওড়িশা ও বর্ধমানে পাওয়া বিরল প্রজাতির হলুদ কচ্ছপের ছবি ফেসবুকে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো
Claim
নেপালের মিথিলাতে পাওয়া গেছে সোনার কচ্ছপ।

Fact
ওড়িশা ও বর্ধমানে পাওয়া বিরল প্রজাতির হলুদ কচ্ছপের ছবি নেপালের মিথিলাতে পাওয়া গেছে সোনার কচ্ছপ এই দাবি ভাইরাল হয়েছে।
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজে করার পর আমরা NDTVর একটি রিপোর্ট পাই। এখানে বনদপ্তরের আধিকারিক দেবাশীষ শর্মার একটি টুইট পাই। ২০২০ সালের ২৭শে অক্টোবরের এই টুইটে তিনি বলেছেন বিরল প্রজাতির এটি হলুদ কচ্ছপটিকে পশ্চিমবঙ্গের বধমানের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন কোনো প্রকার জেনেটিক মিউটেশন হওয়ার কারণে এটির রং এমন হয়েছে।
ওই বছরেই ওড়িশার বালাসোর জেলার সুজানপুর গ্রাম থেকেও একেই ধরণের হদুল কচ্ছপের দেখা পায় গ্রাম বাসীরা।বিরল এই কচ্ছপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়।
হলুদ রঙের এই কচ্ছপটিকে নিয়ে ফেসবুকের দাবি নেপালের মিথিলাকে পাওয়া গেছে সোনার কচ্ছপ আসলে ভুল।
Result: False
Our Sources
Debashish Sharma, IFS tweet
ANI tweet from 2020 July 20
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।