Fact Check
ফের সন্তানের জন্ম দিতে চলেছেন কাজল? ফেসবুকে অভিনেত্রীর সম্পাদিত ছবি ঘিরে ছড়ালো গুজব
Claim
ফেসবুকে ভাইরাল দাবি ফের সন্তানের জন্ম দিতে চলেছেন বছর ৪৮এর কাজল। ভাইরাল ছবিতে একটি লাল শাড়ীটিতে স্ফীত উদরের বলিউড নায়িকা কাজলের ছবি ভাইরাল হয়েছে।

Fact
ফের সন্তানের জন্ম দিতে চলেছেন বছর ৪৮এর কাজল এই দাবি সমেত কাজলের যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্পাদিত। লাল শাড়ীতে সন্তানসম্ভবা কাজলের ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ করার পর বেশকিছু ছবি পাই যেখানে কাজলের এই স্ফীত উদরের ছবিটি রয়েছে।
আরো পড়ুন: সদ্য মা হওয়ার পর আলিয়া ভাটের সম্পাদিত ছবি ভাইরাল ফেসবুকে
এই সূত্রধরে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর Filmfare.com এর ১৪ই নভেম্বর ২০২২ সালের লিংক পাই। Salaam Venky সিনেমার প্রোমোশনের লাল শাড়ী পড়েন কাজল সাথে হাতাকাটা ব্লাউস, ও মেরুন রঙের চুরি। এই রূপে সিনেমার প্রোমোশনের জন্য উপস্থিত সমস্ত চিত্রগ্রাহকদের উদ্দেশ্যে হাসিমুখে পোজ দেন কাজল। জানিয়ে রাখি এই ছবিই ফেসবুকে ভাইরাল হয়েছে ওনার সন্তানসম্ভবা হওয়ার দাবির সাথে। আসল ছবিতে কাজলকে স্বাভাবিক দেখা যাচ্ছে।

reenshot from Filmfare
Hindustan Times এর ১৪ই নভেম্বর ২০২২ সালে Salaam Venkyর ট্রেলর প্রকাশের খবরে লাল শাড়ীতে কাজলের ছবি রয়েছে যেখানে তাকে স্বাভাবিক শরীরেই দেখা গিয়েছে। স্ফীত উদরের কোনো লক্ষণ নেই ছবিতে। অর্থাৎ ফের সন্তানের জন্ম দিতে চলেছেন বছর ৪৮এর কাজল এই দাবি সমেত ভাইরাল ছবিটি এডিট করা।

ইনস্টাগ্রাম থেকে instafeed24x7 এর ১৪ই নভেম্বরে ছবি ও dailyt_news একটি ভিডিও পাই যেখানে কাজলকে লাল শাড়ীতে দেখা যাচ্ছে।
অর্থাৎ ফেসবুকে ফের সন্তানের জন্ম দিতে চলেছেন বছর ৪৮এর কাজল এই দাবির সাথে ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে ওনাকে স্বাভাবিক রূপেই দেখা যাচ্ছে।
Result : Altered Photo / Video
Our Sources
Instagram post, instafeed24x7 & dailyt_news of 14 Nov 2022
Report, Filmfare, 14 Nov 2022
Report, Hindustan Times, 14 Nov 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।