Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
পাকিস্তানে পেশোয়ারে সম্প্ৰতি একটি মসজিদে ঘটে গেছে ভয়াবহ বিস্ফোরণ যার ফলে ৬০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে এবং ২০০ জন আহত হয়েছে। পাকিস্তানে পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে সোশ্যাল মিডিয়াতে মসজিদের ভিতরের বিস্ফোরণের ছবি যেগুলোকে পাকিস্তানের বলে দাবি করা হয়েছে।




পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের পর ISIS এই বিস্ফোরণের দায় নিয়েছে। সন্ত্রাসবাদী ইসলামিক স্টেটের মদতপুষ্ট সংবাদ সংস্থা Amaq তাদের একটি রিপোর্টে জানিয়েছে ISIS এর একটি মিলিট্যান্ট শাখাকে মসজিদে বিস্ফোরণ ঘটানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। শুক্রবারের জুম্মা নামাজের সময় এই মিলিট্যান্ট দলটি মসজিদের প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়।
পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে যে দুটি ছবি ছড়িয়েছে তা বিস্ফোরণের সাথে সম্পর্কিত কিনা জানার জন্য আমরা ছবি দুটি নিয়ে অনুসন্ধান শুরু করি। প্রথম ছবিটিকে রিভার্স ইমেজ করার পর CNN ও Ariana News এর ২০২১ সালের ৯ই অক্টোবরের খবর পাই। জানা গেছে আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ফলে ১২০ জন প্রাণ হারিয়েছে এবং ১৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবারের নামাজের সময় আফগানিস্তানের কুন্দুজ এরিয়ার খানাবাদ বন্দরের সিয়া মসজিদে আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। আফগানিস্তানের ইসলামিক আমিরাত সংগঠন এই বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা করে জানিয়েছে এই কাণ্ডের পেছনের অপরাধীদের খুঁজে তাদের প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হবে।

দ্বিতীয় ছবিটি পাকিস্তানের একটি মাদ্রাসার ছবি এবং AisaNews এর ২০২০ সালের অক্টোবরের রিপোর্টে আমরা এই ছবিটি পাই। AisaNews ও Livemint এর ২০২০ সালের ২৭শে অক্টোবরের রিপোর্টের মাধ্যমে জানতে পারি পাকিস্তানের জুবাইরিয়া মাদ্রাসায় এক সেমিনারে সেখানকার ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিল। এই সময় ঘটে বিস্ফোরণটি। আটজন ছাত্রের মৃত্যু হয় এবং দুজন শিক্ষক সহ ১২০জন আহত হয়েছিল। এই বিস্ফোরণের দায় যদিও কোনো জঙ্গি সংগঠন নেয়নি বলে জানা গেছে।

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ২০২০ সালের পাকিস্তানের মাদ্রাসায় বিস্ফোরণের ও ২০২১ সালের আফগানিস্তানের সিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ছবি ছড়িয়েছে।
Our sources
CNN report published on 2021 – https://edition.cnn.com/videos/world/2021/10/08/explosion-at-mosque-in-afghanistan-ward-ctw-vpx.cnn
Livemint report of 2020 – https://www.livemint.com/news/world/bomb-at-madrassa-in-pakistan-kills-7-children-wounds-70-11603776218107.html
AsiaNews report published on 2020 – https://www.asianews.it/news-en/Toll-from-Zubairia-madrassa-attack-in-Peshawar-rises-to-eight-dead-and-120-wounded-51433.html
ArianaNews report – https://ariananews.af/iea-pledges-to-hunt-down-and-punish-kunduz-mosque-attackers/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
July 2, 2024
Tanujit Das
June 29, 2024
Tanujit Das
June 27, 2024