Politics
Weekly Wrap: নবান্ন অভিযানকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবির সত্যতা জানুন
১৩ই সেপ্টেম্বরে বঙ্গ বিজেপির তরফ থেকে নবান্ন অভিযানের ডাকে সামিল হয়ে বহু বিজেপি কর্মী ও সমর্থকরা পথে নামে। এই আবহে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেখানে নবান্ন অভিযানের নামে কিছু ছবি ছড়িয়েছে। আজকের Weekly Wrap এ জানুন সেই সমস্ত দাবির আসল তথ্য।

২০১৯ সালে কলকাতায় বামেদের ডাকা নবান্ন অভিযানে পুলিশের ছবি গতকালের নবান্ন চলো অভিযানের আবহে ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে গতকালের নবান্ন চলো অভিযানের আবহে ছড়ালো ২০১৯ সালে কলকাতায় বামেদের ডাকা নবান্ন অভিযানে পুলিশের ছবি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেকাপের নামে ছড়ানো ভিডিওটির সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেকাপের নামে ছড়ানো ভিডিওটি ২০১৬ সালের যখন ওনার মোমের মূর্তির জন্য ম্যাডাম তুসোর কর্মীরা মাপ নিচ্ছিলো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

নবান্ন অভিযানের নামে রাস্তায় ব্যারিকেডের ছবির সাথে ছড়ালো কৃষক আন্দোলনের ছবি
দেখা যাচ্ছে ২০২০ – ২০২১ সালের কৃষক আন্দোলনের ছবি ১৩ই সেপ্টেম্বরে বিজেপির ডাকা নবান্ন অভিযানের আবহে ছড়িয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

হিমা দাসকে অসম পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হয়েছে? পুরোনো খবর বর্তমানের বলে দাবি করা হলো সোশ্যাল মিডিয়াতে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে হিমা দাসকে অসম পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হয়েছে এই খবরটি ২০২১ সালের যা এখানকার বলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।