Fact Check
কংগ্রেসের প্রধান কার্যালয়ের সামনে ভারতীয় বিমান বাহিনী প্রধানের বাড়ি,এবং বাড়ির সামনে রাফালের মডেল স্থাপন করেছেন? টুইটারে ভাইরাল হলো পুরোনো তথ্য
টুইটারে নীতা আম্বানি নামের একটি অ্যাকাউন্ট থেকে রাফাল যুদ্ধ বিমানকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে। পোস্ট অনুযায়ী, ভারতীয় বিমান বাহিনীর প্রধানের বাড়ি জাতীয় কংগ্রেসের মুখ্যকার্যালয়ের সামনে। বিমান বাহিনীর প্রধান কর্তাব্যক্তি নিজের বাড়ির সামনে রাফাল বিমানের একটি মডেল স্থাপন করেছেন। যেহেতু কংগ্রেসের আমল থেকে রাফালকে ভারতে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও ভারতীয় জনতা পার্টি এই ব্যাপারে বাজিমাত করে। রাফালকে নিয়ে করা এই পোস্টটি ৬১০ বার রি-টুইট ও ২.৪কে লাইক পেয়েছে।
শেয়ার হওয়া এই পোস্টের আরো কিছু লিংক নিচে দেওয়া হলো।
Fact check / Verification
রাফাল কেন্দ্রিক কিছু কীওয়ার্ড দিয়ে আমরা গুগলে সার্চ করা শুরু করার পর কিছু খবর আমাদের সামনে আসে। সার্চ অনুযায়ী, The Print, India Today ও Defense News এর দ্বারা এই বিষয়কে নিয়ে প্রকাশিত কিছু খবর আমরা পাই। জানা যায় যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই রাফালের এই মডেল স্থাপন করা হয়েছে। নির্বাচনের একমাস আগে বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিংহ ধনোওয়ার বাড়ির বাইরেই লাগানো হয়েছেইল রাফালের মডেল।

এছাড়াও ইউটুবের থেকে আমরা ABP News ও News 18 এর ভিডিও পাই যেখানে বায়ূসেনার প্রধানের বাড়ির সামনে রাফাল যুদ্ধবিমান স্থাপন করার খবর রয়েছে। এই ভিডিও ৩১শে মে ২০১৯ সালে আপলোড করা হয়েছে।
Conclusion
টুইটারে রাফালকে নিয়ে যে পোস্টটি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে কংগ্রেসের মুখ্যকার্যালয়ের সামনে ভারতীয় বিমান বাহিনীর প্রধানের বাড়িতে স্থাপন করা হলো রাফাল বিমানের মডেল, এই খবরটি এক বছর পুরোনো। ৩১শে মার্চ ২০১৯ সালে এই মডেলটি স্থাপন করা হয়েছিল।
Result : Misleading
Our sources:
The print news– https://theprint.in/india/rafale-jet-model-installed-outside-iaf-chiefs-house-bang-opposite-congress-hq/243629/?ref=inbound_article
Defense News: https://defencenews.in/article/Rafale-Jet-model-installed-outside-IAF-Chief%E2%80%99s-House,-bang-opposite-Congress-HQ-584991
News18 YouTube link: https://youtu.be/tigNEuSRGuc
ABP News: https://youtu.be/XcdYCWyQGeo
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।