Fact Check
মৃত নয় সুশান্তের ফাজ, সোশ্যাল মিডিয়াতে ছড়ালো ভুল খবর প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কুকুর কে নিয়ে
দাবি
জুনে অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে তার প্রিয় কুকুর ফাজকে নিয়ে কিছু পোস্ট ভাইরাল হয়েছে। বলা হচ্ছে যে সুশান্তের মৃত্যুকে মেনে নিতে পারেনি ফাজ, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলো, শেষে সে নিজেও মৃত্যুর মুখে ঢোলে পরে। ভাইরাল এমন কিছু পোস্ট আমরা নিচে শেয়ার করলাম।


বিশ্লেষণ
কাই -পো -চে থেকে শুরু হয় সিনেমার হাতেখড়ি, একের পর এক হিট সিনেমায় মুখ দেখাতে শুরু করেন সুশান্ত সিং রাজপুত। বলিউডের বহিরাগতদের মধ্যে অন্যতম ছিলেন সুশান্ত। না ছিল তার কোনো গড ফাদার না কোনো ফিল্মি পরিবারের সমর্থন। নিজের অভিনয়ের ক্ষমতা দিয়ে আসতে আসতে পায়ের তোলার মাটি শক্ত করতে শুরু করেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস কেমন, জুন মাসে তার ফ্ল্যাটের বেডরুমে তার মৃতদেহ পাওয়া যায়। অনেকে বলছে তাকে খুন করা হয়েছে, আবার কেউ কেউ মেনে নিয়েছে তিনি আত্মহত্যাই করেছেন। হাসিখুশি, প্রাণবন্ত বছর চৌতিরিশের একটা প্রাণ কি ভাবে এই কান্ড ঘটালো, তা নিয়ে তোলপাড় গোটা বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যম।

তার মারা যাওয়ার পর তার প্রিয় কুকুর ফাজকে নিয়ে কিছু ভিডিও ও পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে ফাজের সাথে তাকে খেলতে দেখা যাচ্ছে, তাকে কাছে বসিয়ে ফটোশ্যুটেরও কিছু পোস্ট আমরা পাই। সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয়েছে যে প্রভুর এই মৃত্যুকে মেনে নিতে পারেনি ফাজ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, সুশান্তের ফটো তাকে দেখানো হলেই তার চোখ থেকে জল পড়তো, অবশেষে তার ও মৃত্যু হয়।
ভাইরাল এই পোস্টের দাবি একেবারে ভুল। ফাজ মারা যায়নি, সে বেঁচে আছে। গুগলে এই খবরের সত্যতা জানার জন্য আমরা কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর জানতে পাই এই দাবিটি সম্পূর্ণ ভুল।
Times Of India ও The republic world এর আমরা রিপোর্ট পাই এই ঘটনা কে নিয়ে।
বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে যে খবর ভাইরাল হয়েছে ফাজকে নিয়ে তা সত্যি নয়। ফাজের সাথে সাথে সুশান্তের আরো অনেক কুকুর ছিল। কালো ল্যাব্রাডোর ফাজ তার বাকি বন্ধুদের সাথে ভালো আছে।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি মৃত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কুকুর মৃত, সম্পূর্ণ ভুল দাবি। তার কুকুর ফাজ জীবিত।
ব্যবহৃত টুলস
- Google Keyword Search
- Media reports
ফলাফল: মিথ্যে False
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )