Fact Check
বাঁশের তৈরী কাঠামোর উপর রাস্তা নির্মাণ করার ছবিটি পশ্চিমবঙ্গের নয়, ২০১৫ সাল থেকেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে রয়েছে
সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাঁশের কাঠামো করে তার উপর সিমেন্ট দিয়ে তৈরী হয়েছে রাস্তা। দাবি করা হচ্ছে এই ধরণের রাস্তা পশ্চিমবঙ্গের। যে পোস্টটি শেয়ার হয়েছে তা আসলে একটি ব্যঙ্গাত্মক। লেখা হয়েছে –দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, বিনা ভোটেই পাস তাই রাস্তা তৈরিতে রোডের বদলে বাঁশ .


Fact check / Verification
ব্যঙ্গাত্মক পোস্ট হলেও ছবিটি পশ্চিমবঙ্গ সম্পর্কিত নয়। রিভার্স ইমেজ সার্চ করা পর জানতে পারি যে ২০১৫ সাল থেকেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে উপস্থিত।
গুগল রিভার্স ইমেজ সার্চ করার পর কিছু লিংক খোলে যা বাংলাদেশের। ফেসবুক পেজ PUST Campus নামের পেজটিতে ২০১৬ সালে এই ছবিটি আমরা পাই। পেজটি বাংলাদেশের। সাথে একটি খবরের লিংক পাই আজকের স্বদেশ নামের যেখানে বলা হয়েছে জগন্নাথপুরে রডের বদলে বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করলেন আওয়ামীলীগ উপজেলার চেয়ারম্যান। বরাদ্দ ১০ লক্ষ টাকার মধ্যে ৯লক্ষ টাকাই আত্মসাৎ করেছেন এই চেয়ারম্যান। আজকের স্বদেশের রিপোর্ট অনুযায়ী এর আগেও দমক কমিশন জগন্নাথপুরের মহিলা কলেজ নির্মাণের সময় বাঁশের কাঠামো ব্যবহার করার জন্য স্থানীয় সদর থানায় ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

Conclusion
ব্যঙ্গাত্মক পোস্ট বাঁশের কাঠামোর উপর রাস্তা নির্মাণের ভাইরাল ছবিটি পশ্চিমবঙ্গের নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ালেও আসলে ছবিটি বাংলাদেশ সম্পর্কিত।
Result: Misplaced context
Our source
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।