Fact Check
Weekly Wrap: মুসলিম জিম ট্রেইনার কে বিয়ে করা দেবলীনা কেরালা স্টোরিতে অভিনয় করেছেন? কর্নাটকে হিজাব নিষিদ্ধ করা শিক্ষামন্ত্রীর বিপক্ষে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ফাতিমা?
ফেসবুকে ভাইরাল হয়েছে The kerala Storyকে নিয়ে কিছু দাবি যেমন, মুম্বাইয়ের বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য্য কেরালা স্টোরিতে অভিনয় করেছেন আর ওনার স্বামী মুসলিম। অন্যদিকে কর্ণাটকের নির্বাচনকে নিয়ে দাবি হিজাব নিষিদ্ধ করা বিজেপি শিক্ষামন্ত্রীর বিপক্ষে ছিলেন কংগ্রেসের কানিজ ফাতিমা। ওনাকে ৯১% হিন্দু ভোট দিয়ে জিতিয়েছেন। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্ত দাবির সত্যতা।

রাশিয়া কানাডার আর্টিক সার্কলে দেখা গিয়েছে বৃহদাকার চাঁদ? জানুন সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে রাশিয়া কানাডার আর্টিক সার্কলে দেখা গিয়েছে বৃহদাকার চাঁদ এই দাবি সমেত ছড়ানো ভিডিওটি আসলে মানুষের তৈরী করা, প্রাকৃতিক কোনো দৃশ্য নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

দা কেরালা স্টোরি ছবিতে দেবলীনা ভট্টাচার্য্য অভিনয় করেননি, সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী ও ওনার স্বামীকে নিয়ে প্রচার হলো বিভ্রান্তিকর দাবি
আমাদের অনুসন্ধানে প্রামাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি দা কেরালা স্টোরি ছবিতে দেবলীনা ভট্টাচার্য্য অভিনয় করা নিয়ে ভাইরাল দাবিটি মিথ্যে।দেবলীনা কেরালা স্টোরিতে অভিনয় করেননি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

কলকাতার পৌরসভা নির্বাচনের ভিডিও কর্ণাটকের নির্বাচনের নামে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আবহে নির্বাচন বুথ কব্জা করে ছাপ্পা ভোট চলছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০২২ সালের কলকাতার দক্ষিণ দমদম পৌরসভার নির্বাচনের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

কর্ণাটকের হিজাব ব্যান করা বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে হিন্দু ভোট পেয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের ফাতিমা?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি কর্ণাটকের হিজাব ব্যান করা বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে হিন্দু ভোট পেয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের ফাতিমা দাবিটি ভুল। ফাতিমার বিপক্ষে কর্ণাটকের শিক্ষামন্ত্রী প্রার্থী ছিলেন না।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

Mocha সাইক্লোনের আবহে ফেসবুকে পোস্ট হলো অপ্রাসঙ্গিক ভিডিও
আমেরিকার ওকলাহোমার ২০১৬ সালের টর্নেডোর ভিডিও বঙ্গোপসাগরে সদ্য তৈরী হওয়া Mocha সাইক্লোনের নামে পোস্ট করা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।