Fact Check
Weekly Wrap: সোশ্যাল মিডিয়াতে UPSC ২০২১ সালের ফলাফল নিয়ে ছড়ানো দাবির সত্যতা জানুন
সম্প্রতি প্রকাশিত হয়েছে UPSC ২০২১ সালের ফলাফল আর এই ফলাফলকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে বেশ কিছু দাবি। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ছড়িয়েছে একটি দাবি যেখানে বলা হয়েছে তিনি BCCI এর সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজকের Weekly wrap এ জানুন সেই সমস্ত দাবির আসল তথ্য।

BCCI সভাপতির পদ থেকে ইস্তফা দেননি সৌরভ গাঙ্গুলী, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো ভুল খবর
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে BCCI সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ গাঙ্গুলি’ রিপাবলিক বাংলার তরফ থেকে করা এই দাবিটি মিথ্যে। সৌরভ গাঙ্গুলী ইস্তফা দেননি।
এই তথ্যটি সম্পূর্ণ পাবেন এখানে

UPSCতে শীর্ষস্থানাধিকারী শ্রুতি শর্মার নামে জাল টুইটার অ্যাকাউন্ট ছড়ালো বিভ্রান্তি
UPSCতে শীর্ষস্থানাধিকারী শ্রুতি শর্মার আসল টুইটার অ্যাকাউন্ট কোনটি?
আসল টুইটার অ্যাকাউন্ট কোনটি জানার জন্য আমরা সরাসরি শ্রুতির সাথে যোগাযোগ করি। তিনি জানিয়েছেন ওনার টুইটার হ্যান্ডেলের নাম ‘shrutisharma986’ . ওনার ছবি ব্যবহার করে অন্যান্য যে সমস্ত অ্যাকাউন্ট খোলা হয়েছে তা সব জাল। শ্রুতি শর্মা নিজেও টুইটার অ্যাকাউন্ট থেকে এই বিষয়ের উপর ট্যুইট করেছেন।
এই তথ্যটি সম্পূর্ণ পাবেন এখানে

কানপুরের ধুলো ঝড়কে ভিডিও মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের নামে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে মালদা মেডিক্যাল কলেজে রোডে ঝড়ের নামে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তা আসলে ২৩শে মে উত্তরপ্রদেশের কানপুরের ঝড়ের ভিডিও।
এই তথ্যটি সম্পূর্ণ পাবেন এখানে

UPSC ২০২১এর চতুর্থ স্থানও অধিকার করেছেন একজন নারী? সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে UPSC ২০২১ সালের ফলাফ প্রকাশিত হওয়ার পর চতুর্থ স্থানে থাকা ঐশ্বর্য ভার্মাকে একজন মেয়ে বলে দাবি করা হয়েছিল যা সম্পূর্ণ ভুল। বাস্তবে তিনি আসলে একজন পুরুষ।
এই তথ্যটি সম্পূর্ণ পাবেন এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।