Fact Check
কৃষকদের মিছিল থেকে ভারতের POK এর হামলা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নামে ভুল খবর প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে ভাইরাল ভিডিওর ফ্যাক্ট-চেক পড়ুন পাঁচ মিনিটের মধ্যে
এই সপ্তাহের ফ্যাক্ট-চেকে পাবেন বাম ফ্রন্টের ডাকা সাধারণ ধর্মঘটের দিন কোন পুরোনো ছবি ছড়ালো সোশ্যাল মিডিয়াতে, ভারতীয় সেনাদের নিয়ে POK তে হামলা করার নামে কি ভাইরাল হলো। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে হোয়াট্সঅ্যাপে কি বার্তা ভাইরাল হলো এবং আফ্রিকার সিংহ ও নামাজ পড়ার ছবি কেন ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে এবং সব শেষে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে কি ভিডিও ভাইরাল হলো।

কিষান ক্রান্তি মিছিলের ছবি ভারত বনধের দিন ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে
২০১৮ সালে কিষান ক্রান্তি পদদযাত্রায় আন্দোলনকারী কৃষক ও পুলিশের মধ্যে বচসার ছবি বামেদের ডাকা সাধারণ ঘর্মঘটের দিন ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

১৯শে নভেম্বর POK তে এয়ার স্ট্রাইক করেছে ভারতীয় সেনা?
ভারতীয় সেনা POK বা পাকিস্তানের কব্জায় থাকা কাশ্মীরে ১৯ তারিখে কোনো হামলা বা এয়ার স্ট্রাইক করেনি। সোশ্যাল মিডিয়াতে ও সংবাদ মাধ্যমে প্রচারিত হলো ভুল খবর।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

সিংহদের পাহারার মাঝে বসে নামাজ পড়ছেন ব্যক্তিটি?
জঙ্গলের রাস্তায় নামাজ পড়ছে এবং ঐ ব্যক্তিকে ঘিরে বসে আছে কিছু সিংহ, ভাইরাল এই ছবিটি এডিট করা। আসল ছবিতে সিংহদের দেখা গেলেও কোনো ব্যক্তিকে নামাজ পড়তে দেখা যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

নরেন্দ্র মোদীর যোগ আসনের ভিডিও ভাইরাল ?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাসনের সাদা-কালো ভিডিওটি প্রকৃতপক্ষে কৃষ্ণমাচার্য ও ওনার শিষ্য বি কে এস ইয়েঙ্গারের। ১৯৩৮ সালের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।

৩১শে ডিসেম্বর পর্যন্ত সব স্কুল কলেজ বন্ধ থাকবে?
৩১শে ডিসেম্বর পর্যন্ত কোনো স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশিকা নেই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো মিথ্যে খবর।
সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।